পটুয়াখালী র‌্যাবের আভিযানে ১৫ পিচ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

পটুয়াখালী র‌্যাবের আভিযানে ১৫ পিচ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আব্দুল আলীম খান পটুয়াখালী :
র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল পটুয়াখালী জেলার গলাচিপা থানা এলাকায় টহল ডিউটি করাকালীন বাদুরা বাজারে অবস্থানকালে ইং ১৬-০৯-১৮ তারিখ আনুমানিক ৬:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন ছৈলবুনিয়া গ্রামস্থ বাদুরা বাজার হতে ছৈলবুনিয়া সড়কের মোঃ আফেজ হাওলাদার এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর একজন লোক অবৈধ মাদকজাত দ্রব্য ক্রয়/বিক্রয় করিতেছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ইং ১৬/০৯/১৮ তারিখ অনুমান ৬:১৫ ঘটিকার সময় উল্লেখিত স্থানে পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে সংগীয় ফোর্সের সহায়তায় উল্লেখিত আসামী মোঃ শামীম মিয়া (২০), পিতাঃ মোঃ বাদশা হাওলাদার, সাং শাখারিয়া, ২ নং ওয়ার্ড, থানাঃ আমতলী, জেলাঃ বরগুনাকে গ্রেফতার করে। স্বাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামীর দেহ তল্লাশিকালে (১) আসামী মোঃ শামীম মিয়া (২০) এর পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেটে নীল রং এর পলিথিনে আটকানো হালকা লালচে রং এর ১৫ (পনের) পিচ এ্যামফিটামিন গ্রুপের কথিত ইয়াবা ট্যাবলেট। যাহার ওজন ১.৫ (এক দশমিক পাঁচ) গ্রাম। মূল্য অনুমান প্রতি পিচ ৩০০/- করে (১৫ঢ৩০০)= ৪,৫০০/- (চার হাজার পাঁচশত) টাকা মাত্র এবং (২) একটি সোনালী ও সাদা  রং এর বাটন ওয়ালা রঃবষ মোবাইল ফোন। যাহার মডেল নং রঃ৫২৩১ যাহাতে একটি গ্রামীন সিম সংযুক্ত আছে। যাহা আসামী মোঃ শামীম মিয়া (২০) এর বাম হাতে ধরা অবস্থায় ছিল। ধৃত আসামী উপরোক্ত আলামত সমুহ উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে নিজ হত বাহির করিয়া দিলে উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এ ব্যাপারে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় একটি মাদক মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন |